আজ ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ দিবস।আজকের দিনেই আততায়ি নাথুরাম গডসের গুলিতে প্রান হারিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী।আজকের দিনটিকে তাই সারা দেশে শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
আজ সকালে দিল্লিতে রাজঘাটে গান্ধীজির স্মারকে শ্রদ্ধা জানান,দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সাথেই উপস্থিত ছলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অনেকে।